
মো. জাকির হোসেন : সৈয়দপুরে ইসলামী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার উদ্যোগে রোজা ও তাকওয়ার আলোকে মানবিক শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের রংপুর জোন প্রধান, ইভিপি মো. শহিদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আ,ফ,ম আকমাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দপুর শাখা ব্যস্থাপক আব্দুল কাদের সরদারসহ অন্যান্যরা। মাহফিলে ব্যাংক গ্রাহক ছাড়াও জন প্রতিনিধি, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক সাপ্তাহিক মানবসমস্যা পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক সংগ্রামের সৈয়দপুর সংবাদদাতা জাকির হোসেনসহ শতাধিক বিশিষ্ট নাগরিক অংশগ্রহণ করেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইয়াহিয়া।