
মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : ‘জাগো সত্যের শুভ্র আলোয়, জাগো হে মিলিত প্রাণ’- এই শ্লোগানে উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারীর সৈয়দপুরে পালন করা হয়েছে। দিবসটি পালনে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখা আলোচনা সভা, কবিতা পাঠ ও গণসঙ্গীতের আয়োজন করে নিজস্ব কার্যালয়ে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংস্কৃতিসেবী ও সাহিত্যিক নূরুমান জোয়ার্দার। এতে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ, শাহ হামিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জু। অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান অপু।
পরে গণসঙ্গীত, দেশের গান, ভাওয়াইয়া, নজরুল গীতি ও রবীদ্র সঙ্গীত, লালনগীতি পরিবেশন করেন জান্নাতুল ইসলাম কবীর, সুফিয়া রহমান শিল্পী, হোসনে আরা লিপি, নজরুল ইসলাম, শেখ রোবায়তুর রহমান, বেনতুন-শান বেনু, নন্দিতা, হৃদয়, রাত্রী, মিয়া মো. ইলিয়াছ, তাজ প্রমুখ।
তবলায় ছিলেন মবুল, আদিত্য ও খোকন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখ রোবায়তুর রহমান।