বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৭

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার মদিনা লেন এলাকায় পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে।

 

শনিবার ২১ মার্চ সকাল ৯টায় ওই এলাকায় ডা. আবু সফিউদ্দীনের ছেলে জাকিউল ইসলাম মিলন তার প্রতিবেশী মেহবুবা সিদ্দিকা রিনা, স্বামী মৃত আব্দুস সালামের জমি দখল করে। এদিকে ওই জমিটি মৃত সালামের ছেলে শুভ ওই জমিটি তার পৈত্রিক সম্পত্তি দাবী জানায়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

 

উভয় পক্ষের ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরম্নতর আহতরা হলেন মিলন (৪০), ডা. আবু সফিউদ্দিন (৬০), মাহাতাব (২৬)। তাদেরকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।