
মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : সৈয়দপুরে অভিযান চালিয়ে দুইশত’ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব ১৩ নীলফামারী। সেই সাথে ভলু (২২) নামের এক ইয়াবা ব্যবসায় কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রবিবার (১৮ অক্টোবর) রাতে র্যাব সদস্যরা সৈয়দপুর শহরের সিনেমা হল রোডস্থ হোটেল সুগন্ধায় অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার ও ভুলুকে গ্রেফতার করে। এ ব্যাপারে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ভলু সৈয়দপুর বাঁশবাড়ী সাদরা লেন এলাকার মৃত. কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে নীলফামারী র্যাব ক্যাম্পের ডিএডি) তোফাজ্জেল হোসেন বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।