সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে পিআইবি’র সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে আজ সোমবার সকালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের উদ্যোগে ও স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও আলাপন সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, পিআইবি রিপোর্টার জুলহাজ কবীর প্রমুখ। শহরের সিটি সেন্টারে আয়োজিত তিনদিনের এই প্রশিক্ষণে সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোারীগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রধান অতিথির ভাষণে মো. কাহ আলমগীর বলেন, নীতি, নৈতিকতা মেনে সংবাদিকতা করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

Spread the love