বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সৈয়দপুরে বাস থেকে যাত্রীকে ধাক্কা দেয়ায় নিহত এক

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ঢাকা থেকে আসার পথে সৈয়দপুর বাসটার্মিনালে নাদের পরিবহনের বাস থেকে দুলাল (৪৫) নামের এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরম্নতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাদের পরিবহনের একটি বাস ঢাকা থেকে আজ শনিবার বিকেল আনুমানিক ৩টার সময় সৈয়দপুর বাসটার্মিনালের পূর্বদিকে টেলিটক সাইনবোর্ডের পাশে এসে দাঁড়ায়। দুলাল নামের এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে গেট থেকে ওই পরিবহনের এক কর্মচারী তাকে ধাক্কা দিয়ে মহাসড়কের উপর ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে সে মারা যায়। মারা যাওয়ার পর তার লাশ আবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়।

দুলাল দীর্ঘদিন ধরে ঢাকায় ভ্যান চালাতো। নিহতের গ্রামের বাড়ী বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার কাজীপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাদের পরিবহনের সাথে জড়িত কর্মচারীদের হীন কাজ কোনভাবেই মেনে নেয়া যায় না।