শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে ব্যবসায়ীর দোকানে হামলা দুই লক্ষ টাকা লুট

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ নীলফামারীর সৈয়দপুরে কোমল পানীয় ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে দুই লক্ষাধিক টাকা লুট করা হয়েছে বলে ব্যবসায়ী পারভেজ আলম মুন্না অভিযোগ করেন।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় আমির আহমেদ চাঁদ ও তার দলবল সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের ইজহার বিল্ডিংয়ে কোমল পানীয়র দোকানে ব্যবসায়ী মুন্না ও তার ভাইকে মারডাং করে আহত করে। এবং স্বর্ণের চেইন ছিনতাইসহ নগদ দুই লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। পাশের দোকানদাররা এসে তাদের উদ্ধার করে।

পারভেজ আলম মুন্না জানায়, কয়েক বছর ধরে পারিবারিক জমি নিয়ে মামলার জেরে ওইদিন রাতে আমির আহমেদ চাঁদ এর নেতৃত্বে নাসিম, ফারুক, এরশাদসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালায়। সে সময় তার ক্যাশ বাক্স থেকে নগদ দুই লক্ষ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী মুন্নাকে মামলা না করার জন্য সন্ত্রাসী চাঁদ বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে বলে জানা যায়। তবে এ ঘটনায় সৈয়দপুর থানায় মুন্না অভিযোগ করতে গেলে তা আমলে নেয়া হয়নি।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থতা নেয়া হবে।