মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে ব্যাটের আঘাতে ছাত্রের মৃত্যু

মোঃ জাকির হোসেন : শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে আবুল কালাম আজাদ ওরফে লিটন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াপদা মোড় হাজীপাড়ার মোঃ আব্দুর রহমানের ছেলে ও সৈয়দপুর আল-ফারুক একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লিটন বাড়ির পাশে সহপাঠিদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে তার ঘাড়ে ক্রিকেট ব্যাটের লাগে। এতে সে অসুস্থ হলে প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।

তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত লিটনকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Spread the love