বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সৈয়দপুরে মহিলা চোর আটক

জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ সৈয়দপুর শহর থেকে এক মহিলা চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকায়।

২৫ মার্চ দুপুরে এলাকার কাজী রেজাউল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মহিলার নাম বিথি (২৫)।

জানা যায়, দুপুর বেলা বাড়িতে কেউ না থাকার সুযোগে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা হাবড়া বিবিসি মোড় এলাকার জুবের আলীর স্ত্রী বিথি সৈয়দপুর শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকায় কাজী রেজাউল ইসলামের বাড়িতে ভিক্ষুকের বেশে ঢুকে পড়ে। কিন্তু বাড়িতে কাউকে না পেয়ে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে চম্পট দেয়ার সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন টের পেয়ে তাকে হাতে নাতে আটক করে। এসময় আটক বিথি জানায় সে ভিক্ষা করার জন্য ঢুকেছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।