
মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটে মাটিতে বসানো হয়েছে শক্তিশালী ট্রান্সফরমার। পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সামনে সর্বস্তরের মানুষের ২৪ ঘন্টা চলাচল। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।
শহরের গোলাহাট এলাকার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে খুঁটিতে স্থাপন করা ট্রান্সফরমার বিকল হলে কর্তৃপক্ষ মেরামতের জন্য সেটি নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখার জন্য সেখানে মাটিতে স্থাপন করা হয় শক্তিশালী ট্রান্সফরমার। প্রায় ১ মাস হলেও ট্রান্সফরমার খুঁটিতে স্থাপন করা হয়নি। মাটিতে স্থাপন করা ট্রান্সফরমারের আশেপাশেই খেলাধূলা করছেন প্রাথমিকের শিক্ষার্থীরা। এই সড়কে প্রতিদিনই চলাচল করছেন পথচারীরা। ফলে যে কোন এটি বিস্ফোরিত হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
এ প্রসঙ্গে সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বিকল হয়ে যাওয়া ট্রান্সফরমারটি চলে আসলে বিপজ্জনক ট্রান্সফরমারটি সরিয়ে নেয়া হবে। খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।