
মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : হঠাৎ করে নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। ফলে দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। আর সুগন্ধি চালের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।
শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের চালের বাজার ঘুরে দেখা গেছে, চালে ভরপুর বাজার। সব রকম চালের দামে উচ্চ মূল্যের অাঁচ লেগেছে। বাজারে ৩৮ টাকার মিনিকেট চাল ৪৪ টাকায়, বিআর-২৮ চাল ৩৩ টাকার স্থলে ৩৭ টাকায়, বিআর-২৯ চাল ৩১ টাকার স্থলে ৩৬ টাকায় এবং গুটি স্বর্ণা ২৫ টাকার স্থলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সুগন্ধি চালের বাজার অস্বাভাবিকহারে বেড়েছে। কালো জিরা চাল ৬৫ টাকার স্থলে ৯০ টাকা এবং কাটারি চাল ৭০ টাকার স্থলে ৯০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।
চাল ব্যবসায়ীরা জানান, মোকামে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় খুচরা পর্যায়ে দাম বেড়ে গেছে। শহরের রেলওয়ে গেট মার্কেটের চাল ব্যবসায়ী আব্দুল কাদের জানান, এ সময়ে চালের একটু আধটু দাম বাড়ে। কিন্ত এবার তা অস্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে গেছে। তার মতে ধানের দাম বেড়ে যাওয়ায় চালের বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া মিলারদের কারসাজির কারণে দাম উর্ধ্বমুখি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে চালের চালের দাম বাড়ায় শ্রমজীবী মানুষ আর্থিক চাপের মুখে পড়েছেন। চাল কিনতেই তাদের আয়ের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। ফলে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অল্প আয়ের অভাবী মানুষ। তারা বাজার নিয়ন্ত্রনে ন্যায্য মূল্যে চাল বিক্রির দাবি জানিয়েছেন। গোলার ধান শেষ মুহূর্তে তাই ধান ও চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। আগামি কয়েকদিনের মধ্যে নতুন ধান উঠলে দাম কমবে বলে জানান তারা।