
মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : নীলফামারীর সৈয়দপুরে ২০ কেজি গাঁজাসহ আতিকুল ইসলাম (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যবসায়ী বাড়ি সৈয়দপুরের বাঙ্গালীপুর এলাকার ডাঙ্গা পাড়ায়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মনির হোসেন ও এটিএসআই তোফায়েল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আতিকুলকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তিতে তার শোয়ার ঘর থেকে বিশেষ কায়দায় বস্তা ভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।