মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুর পৌরসভার প্রাক বাজেট নিয়ে মেয়রের মতবিনিময়

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : প্রথম শ্রেণির পৌরসভার আসছে বাজেটে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পৌরসভার ক্যান্টনমেন্ট সড়ক থেকে বিমানবন্দর বন্দর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক প্রসস্থ করে দুই লাইনে রুপান্তর করে দৃষ্টিনন্দন করে তৈরির জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সাথে ওইপথে চলাচলকারী লোকজন দেখতে পাবেন মনোরম ফোয়ারাও।

মঙ্গলবার সকালে (১৪ জুন) ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের উপর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন একথা বলেন। মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে এবং এটি সৈয়দপুর ক্যাবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার জানান, শহরের প্রধান প্রধান সড়কে যানজট নিরসনে পৌরসভার উদ্যোগে কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালানোর পর যত্রতত্র যাতে কেউ পণ্যের পসরা বসাতে না পারে সেজন্য নিয়মিত মাইকিং ও মনিটরিং করা হচ্ছে। ঈদের পরে দেয়া হবে ২০১৫ সালের পৌর জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র। টাউন হলে অনুষ্ঠিয় ওই কর্মসূচিতে পৌর এলাকার ৭ জন গুণী ব্যক্তিকেও দেয়া হবে সংবর্ধণা স্মারক।

পৌর মেয়র আমজাদ হোসেন সরকার উলেস্নখ করে বলেন, বন্ধের দিনে বিশ্বের বিভিন্ন দেশে হলিঙে মার্কেট চালু রয়েছে। সৈয়দপুর পৌরসভা এলাকায় ছুটির দিন শুক্রবারে হলিডে মার্কেট চালুর চালুর চিন্তাভাবনা করছে পৌরসভা। যেখানে কোন যানবাহন চলাচল করতে পারবে না, শুধুমাত্র পায়ে হেঁটে সওদা করা যাবে এরুপ পরিকল্পনা নেওয়া হয়েছে আসন্ন বাজেটে।

তিনি বলেন, এমজিএসপির ( মিউনিসিপ্যাল গভার্নেন্স সার্ভিস প্রজেক্ট) আওতায় একটি ডুয়েল কেবিন সমৃদ্ধ ও একটি হাইড্রোলিক রোড রোলার আনা হয়েছে পৌরসভায়। খুব শিগগিরি আরও কয়েকটি গাড়িসহ আবর্জনাবাহী গাড়ি দেওয়া হবে পৌরসভার অনুকুলে। ফলে পৌরবাসী আবজর্নমুক্ত পৌরসভা উপহার দেওয়া সম্ভব হবে। এছাড়া অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর চিন্তভাবনা রয়েছে বলে জানান তিনি।

পৌরসভার টাউন হলের উন্নয়ন, শিশু পার্ক স্থাপন, কাঁচাবাজার চালুকরণ, বেওয়ারিশ কুকুর নিধন, নতুন পৌরসভা ভবনের কাজ সমাপ্তকরণসহ প্রভৃতি উন্নয়নমূলক কাজ করা হবে বলে সাংবাদিকদের সাথে খসড়া বাজেট নিয়ে মতবিনিময়কালে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার এসব কথা বলেন।  জবাবদিহিমূলক পৌর পরিষদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।