মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : সৈয়দপুর পৌরসভা জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল মুনতাকিম জামিনে মুক্ত হয়েছেন। গত রবিবার (২৫ অক্টোবর) নীলফামারী আদালত থেকে তাকে জামিন দেয়া হয়। নীলফামারী জেলা ছাত্র শিবিরের মানব উন্নয়ন সম্পাদক হাফেজ আব্দুল মুয়িতকেও জামিন দেয়া হয়েছে। এ খবর নীলফামারী ও সৈয়দপুরের নেতা-কর্মীদের মাঝে পৌছলে আনন্দের জোয়ার বয়ে যায়। সেই সাথে মিষ্টিমুখ করানো হয় জামায়াত ও শিবির নেতাকর্মীদের।
উল্লেখ্য, পৌর আমির হাফেজ আব্দুল মুনতাকিম ও তার সহোদর হাফেজ আব্দুল মুয়িতকে চলতি অক্টোবর মাসের ৯ তারিখে সৈয়দপুর থানা পুলিশ সন্দেহজনকভাবে তাদের সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাড়ি থেকে আটক করে।