শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুর বাস টার্মিনালে ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধন

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার বিকেলে (৮ অক্টোবর) ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সরকারের ডিজিটাল বিনির্মাণের অংশ হিসেবে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কার্যক্রম শুরু হলো। এর আগে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা কার্যক্রম চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ও নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আখাতার হোসেন বাদল।

নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ওয়াইফাই সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইটি টেকশিয়ান সাকিব।