মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুর বিএনপির শোকসভা অনুষ্ঠিত

মো. জাকির হোসেন : গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর জেলা বিএনপি শোক সভার আয়োজন করে। মঙ্গলবার (১২ জুলাই) রাত ৮টায় বিএনপি কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিন আকতার শাহিন, প্রচার সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. জহুরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান প্রমুখ।
আব্দুল গফুর সরকার বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। ভোটবিহীন সরকারের মন্ত্রীরা তাদের বক্তব্যে বলছে দেশে জঙ্গীবাদ নেই। দেশে আইএস নাই, আবার জঙ্গী আছে। তারা নিজেদের কুকীর্তি ঢাকতে দেশে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কথায় কথায় বিএনপি-জামায়াতকে দোষারোপ করছে।