মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : তথ্য চেয়ে না পেয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম ও সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার শাহিন আহমেদ কে তথ্য কমিশনে তলব করা হয়েছে।
আগামি ৯ নভেম্বর তথ্য কমিশনে দেয়া অভিযোগের শুনানি হবে বলে জানা গেছে।
তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার পরও তথ্য না দেয়ায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করা হয়। এরপরও তথ্য সরবরাহ না করায় সর্বশেষ তথ্য কমিশনে অভিযোগ করা হয়। দৈনিক ভোরের কাগজ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি জিকরুল হক ঐ অভিযোগ করেন।