
মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : গতকাল সৈয়দপুর বিমান বন্দরে সৈয়দপুর– ঢাকা–সৈয়দপুর রুটে বাংলাদেশ বিমানে ফ্লাইট এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়৷
সৈয়দপুর বিমান বন্দরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নীলফামারী–৪ আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী কেক কেটে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক৷ এছাড়াও নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মামুন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মুসা জঙ্গী৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আবু আহমেদ, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, সাবেক এমপি আলীম উদ্দিন প্রমূখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন রোজিনা ইয়াসমিন৷
এসময় প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান সংসদে বলেছেন সৈয়দপুর বিমান বন্দরকে অতি শীঘ্রই আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা হবে৷ নেপাল– ভূটানসহ অন্যান্য দেশের বিমান এখানে উঠানামা করতে পারবে৷ তাহলে এ এলাকার শিল্পকারখানাসহ হাজার হাজার লোকের উন্নয়নের প্রসার ঘটবে৷
উদ্বোধন ঘোষনার পর পরেই বাংলাদেশ বিমানের একটি বিমান ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে৷ এই যাত্রায় ফিরতি যাত্রী হিসেবে ঢাকা গমন করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এবং বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক নুর আহমেদ৷
উল্লেখ্য, বিমান বাংলাদেশের বলাকা চিহ্নিত বিমান চলাচল করবে সপ্তাহে ৩দিন বিকাল ৫.১৫ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে যাবে৷ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫ শত, ৪ হাজার, ৪ হাজার ৫ শত ও ৫ হাজার টাকা৷ এর সাথে ৩২৫ টাকা করে কর নির্ধারণ করা হয়েছে৷ তবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হয়েছে৷ এসময়ের মধ্যে সৈয়দপুর–ঢাকা–সৈয়দপুর রুটে টিকিটের সর্বিনু মূল্য করা হয়েছে ২ হাজার ৭ শত টাকা৷
এ নিয়ে সৈয়দপুর বিমান বন্দর থেকে ৩টি সংস্থার ফ্লাইট চলাচল করবে৷ বিমান বাংলাদেশ সহ ইউএস বাংলা ও ইউনাইটেড এয়ার ওয়েজ এর উড়োজাহাজ চলাচল করছে৷ দীর্ঘ ৮ বছর পর সৈয়দপুর বিমান বন্দর থেকে সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানের ফ্লাইট কার্যক্রম শুরু হলো৷