
মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : দুই দিন ব্যাপি সৈয়দপুর রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ডিভিশনাল ষ্টেড অফিসার (ভূমি পাকশি) মোস্তাক আহমেদ এর নেতৃত্বে (গত বুধবার) প্রথম দিনে সৈয়দপুর রেল ষ্টেশনের উভয় প্রান্তের প্রায় দেড় শতাধিক দোকান-পাট ভেঙ্গে ফেলা হয়েছে। এ সময় নীলফামারী জেলা ম্যাজিষ্ট্রেড নূরে আলম, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডি এস নুর আহমেদ, এ এস পি সার্কেল সাজেদুর রহমান, সৈয়দপুর থানার ওসি ইসমাঈল হোসেন এবং রেলওয়ের সহঃ প্রকৌশলী আনিছুর রহমান, সৈয়দপুর জেলা জিআরপির এএসপি আহসান হাবিব, জিআরপি থানার ওসি সাজু উপস্থিত ছিলেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ের পুলিশ, আনছার, নিরাপত্তা সদস্য ছাড়াও সৈয়দপুর থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
একটি সুত্র জানায়, সৈয়দপুর শহরটিতে ২৫.৭৫ একর বাণিজ্যিক এলাকা রয়েছে বাংলাদেশ রেলওয়ের। যা নিয়ে দীর্ঘদিন ধরে সৈয়দপুর রেলওয়ে এবং পৌরসভার মধ্যে মালিকানার দ্বন্দ্ব নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যে সুযোগ-সন্ধানিরা শহরটি ছাড়াও ষ্টেশন এলাকার মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় দখলের মাধ্যমে দোকান-পাট গড়েছে। এতে দিন-দিন রেলের এ শহরটির অবৈধ দখল দারিত্বের কারণে অবস্থান ছোট হয়ে আসছিল। আর অস্তিত্ব পড়েছিল হুমকিতে। তাই এটি রক্ষায় গত ১৮ এবং আজ ১৯ মার্চ এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কর্মসুচি হাতে নেয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৮ মার্চ) রেল কর্মকর্তারা উপস্থিত থেকে সৈয়দপুর রেল ষ্টেশন এব্ং রেল লাইনের উভয় পার্শ্বের টিন শেড এর প্রায় বড়-ছোট প্রায় দুই শতাধিক দোকান-পাট স্কেবেটর দিয়ে ভাঙ্গা হয়। ডিভিশনাল ষ্টেট অফিসার(পাকশি) মোস্তাক আহমেদ বলেন সৈয়দপুর নয় সারা দেশের রেলওয়ের জায়গা অবৈধ্য ভাবে বেদখল হয়েছে। এগুলো দখল মুক্ত করতে সব রেলওয়ের এলাকায় ধারাবাহিক ভাবে কাজ চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রেলওয়ে এখন কাউকে এ্যালোট দেয়না তাই বৈধ-অবৈধ সব স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।
এদিকে সৈয়দপুর শহরে কোন অনুমোদন ছাড়া তিনশত দোকান নির্মাণের মাধ্যমে বহুতল মার্কিট নির্মাণ প্রসঙ্গে তিনি আরো বলেন, রেলওয়ে কাউকে কোন মার্কিট নির্মাণের অনুমতি দেয়নি তাই নির্মীয়মান বহুতল বিশিষ্ট মার্কেটটিও ভেঙ্গে ফেলা হবে।