মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ রেলওয়ে ষ্টেশন থেকে ভারতীয় জিরা ও খেজুর আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এসময় ভারতীয় বিভিন্ন পন্য নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় ৩ যুবককে আটক করে। আটককৃতদের কাছ থেকে ২০০ প্যাকেট জিরা ও ৮৫ প্যাকেট খেজুর উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারীরা দলবদ্ধভাবে জিআরপি থানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে এক চোরাকারবারী হিজরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার সাথে আরও কয়েকজন যোগ দেয।
রশিদা নামের এক চোরাকারবারী অভিযোগ করেন, জিআরপি পুলিশ সবার কাছ থেকে টাকা নিয়ে মাল ছেড়ে দিয়েছে। আমার কাছেও ৪০০ টাকা নিয়েছে। তারপরও আমার মাল আটক করেছে। অপরদিকে চোরাকারবারীরা অভিযোগ করেন জিআরপি পুলিশ আমাদের কাছ থেকে প্রতিদিনই টাকা নেয়। আমরা গরীব লোক জীবিকা নির্বাহের জন্য জীবনবাজি রেখে এ কাজ করি। এর মধ্যে প্রশাসনের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। যা লাভ হয় তার চেয়ে বেশি ব্যয় হয়।