
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর শহরের মুন্সিপাড়া বুটিবাবুর মোড়স্থ অফিস চত্বরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের আই,টি-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে অফিস চত্বরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে আই,টি ও সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি সিনিয়র এ.এম.ডি মোহাম্মদ হাছান খাঁন রিপন। অনুষ্ঠানে সিনিয়র জিএম মোঃ রহমত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ.এম.ডি খন্দকার মোঃ আমিনুল ইসলাম চিশ্তি হেলাল, ডি.ভি.সি মোঃ শফিকুল ইসলাম সরকার, চিরিরবন্দর শাখার ডি.ভি.সি মোঃ রবিউল ইসলাম। দিনাজপুর সোনালী পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে আইটি ও সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাফায়েত হোসেন, আরসি আবুল কালাম আজাদ, আরসি আকতারুজ্জামান, আরসি ইমরান হোসেন, ডিসি জিয়াউর রহমান, রুপালী লাইফ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী দিনাজপুর শাখার ইনচাজ এম.এ আলীসহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।