সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সোমবার থেকে চালু হচ্ছে হিলি স্থলবন্দর

রমেন বসাক,ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর ॥ শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর কাল সোমবার থেকে চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। হচ্ছে।

 

হিলি স্থল বন্দরের বিপরীতে অবস্থিত ভারত হিলি স্থল বন্দর এক্সপোর্ট অ্যান্ড সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষ গত ১৮ থেকে ২৫ অক্টোম্বর পর্যন্ত এ ছুটি ঘোষনা করেছিলেন।

বাংলা হিলি কাস্টমস্ সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ভারতের সঙ্গে পুনরায় আমদানি- রপ্তানি কার্যক্রম চালু হবে।