
সৌদি আরবের দাম্মাম শহরের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় বাংলাদেশ সময় সোমবার ভোরে আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশী এবং এক পাকিস্তানীসহ ছয়জন নিহত হয়েছেন।
নিহত ৫ বাংলাদেশী হলেন ফেনীর দাগনভূঞার মীর রহমান, কুমিল্লার চান্দিনার আবু মুসা, নাঙ্গলকোটের জিয়াউর রহমান, গুনবতীর নিসা মিয়া ও চাঁদপুরের আবু মোল্লা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে রাখা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ সনাক্ত করা হবে । সোফা কারখানাটির মালিক গিয়াসউদ্দীন নামের একজন বাংলাদেশী বলে জানা গেছে।