শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদিতে আজ ঈদ : হাজীরা আজ কোরবানি দেবেন

Hajসৌদি আরবে আজ ১০ জিলহজ শনিবার। ফলে সেখানে আজ পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে। আজ সকালে আরাফাতের ময়দান ত্যাগ করে হাজীরা মিনায় ফিরে যাবেন। সেখান থেকে গিয়েই জামারাহ তথা শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। কোরবানি করবেন ও তাওয়াফে জিয়ারাহ করে আবার মিনার তাঁবুতে ফিরে আসবেন। পরের ২ দিনও একইভাবে মিনার তাঁবু থেকে গিয়েই জামারাহতে পাথর নিক্ষেপ করবেন। ১২ কিংবা ১৩ জিলহজ পাথর নিক্ষেপ সমাপ্ত করে হাজীরা মিনার তাঁবু ত্যাগ করে হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটাবেন। এরপর মক্কা ত্যাগ করার আগে বিদায়ী তওয়াফ করে যে যার দেশে বা অবস্থানে ফিরে যাবেন।
এদিকে শুক্রকার পালন করা হয়েছে পবিত্র হজে আকবর। ফলে ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হা’মদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা..ধ্বনি-প্রতিধ্বনিতে এখন পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ বাতাস মুখর ও প্রকম্পিত হয়ে উঠে। পবিত্র হজ মানেই বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। সুউচ্চকেণ্ঠ তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতিক্ষণ। আদিগন্ত মরু প্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ-শুভ্র ২ খণ্ড কাপড়ের ইহরাম পরিহিত হাজীদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এ পবিত্র হজ পালন করেছেন।
শুক্রবার ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত ২০ লক্ষাধিক মুসলমান হজযাত্রী ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকেন তারা। আরাফাত ময়দানের মসজিদে জোহরের নামাজের আগে খুৎবা পাঠ করেন মক্কার গ্রান্ড ইমাম। খুৎবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে হাজীরা জামাতের সাথে কছর নামাজ আদায় করেন।
এর আগে গত ৮ জিলহজ বৃহস্পতিবার হাজীদের মিনায় অবস্থানের মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তার আগের রাত থেকেই হাজীদের মিনায় নিয়ে যাওয়া শুরু হয়। সারাবিশ্ব থেকে সৌদি আরবে আসা হজযাত্রীরা ইহরাম বাঁধা অবস্থায় ৪-৫ দিনের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে করতে হাজীদের মিনার তাঁবুতে অবস্থান নেন। মিনায় অবস্থান করেই হাজীরা হজের সব আনুষ্ঠানিক কার্য সম্পন্ন করেন। সেখান থেকেই ৯ জিলহজ সকালে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হন। দিন শেষে আরাফাতের ময়দান থেকে ফেরার পথে মুজদালিফায় রাতযাপন করে ১০ জিলহজ সকালে সবাই আবার মিনার তাঁবুতে ফিরে যাবেন।
গতকাল ৯ জিলহজ শুক্রবার মিনা থেকেই হাজীরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেন। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। শুক্রবার হজের দিন পড়লে তাকে ‘আকবরি হজ’ বা বড় হজ বলা হয়।
মিনা থেকে আরাফাতের ময়দানের দূরত্ব ৭ থেকে ৮ কিলোমিটার। অনেকে হেঁটে আরাফাতের দিকে রওনা হন। দুপুরের আগেই হাজীরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেন। অত্যধিক ভিড় এড়াতে বৃহস্পতিবার রাত থেকে হাজীদের আরাফাত ময়দানে নেয়া শুরু হয়। আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে গ্র্যান্ড মুফতি জোহরের ওয়াক্ত শুরু হলেই খুৎবা দেন। সেখানে জোহর ও আসরের নামাজের পর পর জামাত অনুষ্ঠিত হয়। এরপর সূর্যাস্ত পর্যন্ত ওই ময়দানে অবস্থান করে হাজীরা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্নাকাটি করে কাটান। সূর্যাস্তের সাথে সাথেই ময়দান ত্যাগ শুরু করেন। মিনায় ফেরার পথে মাঝে মুজদালিফা নামক স্থানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে রাত যাপন করেন।
হজের নিয়মানুযায়ী হাজীরা বড় শয়তানকে ৭টি পাথর মারার পর পশু কোরবানি দিবেন এবং মাথার চুল ছেঁটে বা ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন ২ টুকরো কাপড় বদল করবেন। পরে মিনা থেকে মক্কায় গিয়ে তারা কাবা শরিফ ৭ বার তাওয়াফ করবেন এবং কাবার সামনের ২ পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় এসে আরও ২ দিন অবস্থান করে হজের বাকি কাজ শেষ করবেন।
অন্যদিকে হজযাত্রীদের যাতে কোন কষ্ট না হয় সে জন্য সৌদি আরব সরকার নিয়েছে বিশেষ ব্যবস্থা। অত্যধিক গরম সহনীয় করতে বাষ্পাকারে পানি ছিটানোর ব্যবস্থা থাকছে। মক্কা নগরীতে নিয়োজিত করা হয়েছে নারীসহ ১৫ হাজার কর্মী। তারা হজের আগে ও পরে পবিত্র মসজিদে হজযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবেন।
বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ বছর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে মিনা, আরাফাত ও মুজদালেফাসহ মক্কা এবং তার আশপাশের এলাকা। আকাশে সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে নিরাপত্তা হেলিকপ্টার। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা সেনা সদস্যসহ হাজীদের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছেন ১ লাখ নিরাপত্তা কর্মী। ৬ হাজার গাড়িতে টহল ডিউটি করছে নিরাপত্তা বাহিনীর ২২ হাজার সদস্য।
এছাড়াও ভিড়ের চাপে পদপিষ্ট হওয়াসহ যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রাখা হয়েছে হাজার হাজার কর্মী। কোনো ধরনের দাঙা ও সন্ত্রাস মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাজিদের পথ দেখানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়োগ করা হয়েছে ১২ হাজার নারী পুরুষ কর্মী। দায়িত্ব পালন করছেন চিকিৎসকসহ ২০ হাজার স্বাস্থ্যকর্মী।

Spread the love