রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের এক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাজির হোসেন, ফরিদ, মোহাম্মদ আলম মনছূর আলম ও গাড়ি চালক আইউব।

বুধবার সকাল ৮টায় মক্কার যাবেল-ই নূর এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো ২ জন বাংলাদেশী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্য র্ভর্তী করা হয়েছে। এদিকে জেদ্দাস্থ বাংলাদেশী দূতাবাস বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানিয়েছে।
আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলায়।

Spread the love