শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদির সাথে এদেশেও কয়েক জায়গায় আগামীকাল ঈদ!

Eidসৌদি আরবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরও কয়েকটি জেলার শতাধিক গ্রামে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আযহা পালন করা হবে। গত কয়েক বছর ধরেই ওই গ্রামগুলোতে এভাবে ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও উদযাপন করা হচ্ছে। ওই এলাকাগুলো হচ্ছে- চাঁদপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, ভোলা, শেরপুর, লক্ষ্মীপুর, দিনাজপুরসহ দেশের কয়েকটি এলাকার শতাধিক গ্রামের লক্ষাধিক মুসলমান। এতে অন্যান্যবার দেশের বাকি মানুষের সঙ্গে ঈদের আনুষ্ঠানিকতা পালনের ক্ষেত্রে এসব এলাকার একদিনের পার্থক্য থাকে। তবে বাংলাদেশে সোমবার কোরবানির ঈদ পড়ায় এবার ঈদের আনুষ্ঠানিকতা পালনে ২ দিনের পার্থক্য দেখা দিয়েছে।
শরীয়তপুর জেলার ৪ উপজেলার ২৫টি, চাঁদপুরের ৫টি উপজেলার ৫০টি, মুন্সিগঞ্জের ৭টি, ভোলার ৪ উপজেলার ১৪টি, শেরপুরের ৩টি, চট্টগ্রাম এবং কক্সবাজারের ৩০টিসহ সারাদেশের প্রায় শতাধিক গ্রামে এ আগাম কোরবানির ঈদ পালিত হবে। শরীয়তপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, ২৫টি গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার পালন করবে ঈদুল আজহা।
সুরেশ্বর দরবার শরীফের খাদেম ইকবাল নুরী বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় শত বছর যাবত সুরেশ্বর পীরের অনুসারীরা ঈদ উৎসব পালন করে আসছে। তিনি বলেন, ২৫টি গ্রামের অন্তত এক হাজার পরিবার শনিবার ঈদুল আজহা পালন করবে। সুরেশ্বর দরবার শরীফে সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান খাদেম ইকবাল নুরী।
আন্যদিকে চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, পীর আল্লামা ইসহাকের অনুসারীরা শনিবার কোরবানির ঈদ পালনের সর্বাতœক প্রস্তুতি নিয়েছেন। পীর আল্লামা ইসহাকের নাতি মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন,  আগাম ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্থানীয় লোকজন ইতোমধ্যে তাদের ঈদের কেনাকাটা সম্পন্ন করেছে। অপরদিকে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ১৯২৮ সাল থেকে তারা সৌদি আরবের সাথে নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

Spread the love