মাহাবুর রহমান,প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার পৌর শহরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষন চলাকালিন সময়ে ওই স্কুলের এক আয়াকে যৌন হয়রানীর সময় শিক্ষকদের হাতে ধরা পড়েন।
শিক্ষকদের তোপের মুখে সাত দিনের মধ্যে অন্যত্র বদলী হওয়ার মুচলেকা এবং তিন হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কয়েকজন কর্মকর্তা ও কর্মরত ব্যক্তি, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশেকুর রহমান জানান, তারিখ থেকে পৌর শহরের আটটি বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের পাঁচজন করে শিক্ষক নিয়ে মোট চল্লিশ জন শিক্ষককে নিয়ে স্লিপ কর্মসূচীর প্রশিক্ষন চলছিলো। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষন চলাকালিন সময়ে দুপুরের দিকে শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার প্রশিক্ষণ কক্ষের পার্শ্বের অফিস কক্ষে যান। সেখানে একাই থাকা স্কুলের আয়াকে শ্লীলতাহানি করেন। আয়ার চিৎকারে শিক্ষকরা গিয়ে কাজল কুমারকে হাতে নাতে আটক করে লাঞ্চিত করেন। শিক্ষকদের তোপের মুখে সাত দিনের মধ্যে বিরামপুর থেকে অন্যত্র বদলী হওয়ার মুচলেকা এবং তিন হাজার টাকা জরিমানা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে কাজল কুমার ফোন ধরেননি। এক পর্যায়ে তাঁর স্ত্রী ফোন রিসিভ করে জানান যে, কাজল কুমার অসুস্থ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষা কার্যালয়ে কর্মরত ব্যক্তি অভিযোগ করে জানান, কাজল কুমার সরকার কয়েকজন শিক্ষিকাকে যৌন হয়রানী করেছেন। কিছুদিন আগে খানপুর ইউনিয়নের একটি স্কুলের এক শিক্ষিকার বাড়িতে গিয়ে স্বামীর অনুপস্থিতে ওই শিক্ষিকাকে যৌন হয়ারানী করার চেষ্টা করে লাঞ্চিত হয়ে চলে আসেন। শিক্ষিকারা কোন সমস্যায় পড়লে সুযোগ বুঝে অনৈতিক কাজের প্রস্তাব দিতেন কাজল কুমার সরকার। সম্প্রতি কাজল কুমারের বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যমে স্কুল সংষ্কার কাজে শিক্ষকদের কাছে থেকে ঘুস দাবীসহ ব্যপক অনিয়ন দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ায় পুলিশসহ বিভিন্ন দপ্তর তদন্ত করছে।