শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে স্কুল এ্যান্ড কলেজের ভবন স্থান্তরের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কারণে ক্ষতি গ্রস্থ্য এলাকায় বড়পুকুরিয়া বাজার এলাকায় ঝুকি পূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করে খনি কর্তৃকপক্ষ গত তিন বছর পূর্বে অধিগ্রহণ করলেও আজও স্থান্তর করা হয়নি বড়পুকুরিয়া বাজারের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ, বড়পুকুরিয়া দাখিল মাদ্রাসা ও বড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এই সব শিক্ষালয়ে জীবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা ।

গতকাল সোমবার বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের ভবন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিমুক্ত এলাকা স্থান্তর করার দাবীতে বড়পুকুরিয়া বাজারের বিক্ষোভ করছেন ওই এলাকার বাসীন্দারা। এলাকার বাসীর প্রতিরোধে মুখে কলেজে যেতে পারছেন না শিক্ষকেরা পুলিশের সহযোগিতায় হাজিরা খাতায় স্বাক্ষর করে পালিয়ে আসলেন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।

গতকাল সোমবার বড়পুকুরিয়া বাজারে গিয়ে দেখা যায় সকাল ১০টায় বড়পুকুরিয়া বাজার এলাকার বাসীন্দারা বিক্ষোভ মিছিল করে স্কুল এন্ড কলেজ ভবন ঘিরাও করে।এ সময় তারা কলেজে কর্মরত শিক্ষক শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে বাধা প্রদান করে। তাদের বিক্ষোভ ও অবরোধে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করতে না পারায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে বিক্ষোভ কারীদেরকে ফিরে দিলে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কলেজে শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করে তারা তৎক্ষনাত ফিরে আসনে।

বিক্ষোভকারীদের অভিযোগ বড়পুকুরিয়া বাজারসহ এই এলাকাটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে গত ২০১২ইং সালে বড়পুকুরিয়া খনি কৃতপক্ষে এলাকাটির স্থাবর ও অস্থাবর সম্পদ সহ জমিজমা অধিগ্রহণ করে। সে সময় বড়পুকুরিয়া বাজারে অবস্থিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ, বড়পুকুরিয়া দাখিল মাদ্রাসা ও বড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জায়গা অধিগ্রহণ করে ঐ প্রতিষ্ঠানগুলি পূনরায় নির্মাণের জন্য উপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করেন খনি কর্তৃপক্ষ কিন্তু ঐ ক্ষতি পুরণের অর্থ বিদ্যালয়ে গুলির প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ও সুপারিটেনডেন্ট সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অদৃশ্য কারণে ব্যাংকে রেখে নিজ কাজে ব্যবহার করছে। অথচ যে কোন সময় এই ভবনগুলি ধসে পড়ে বড় ধরনের প্রাণ ঘাতির আশংস্কা দেখা দিয়েছে এই জন্য তারা অনতি বিলম্বে নির্ধারিত স্থানে এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করার দাবি জানান।

Spread the love