শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বপ্নপুরিতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল এইচ এসসি পরিক্ষার্থী সাইদুর মুরসালিন

দিনাজপুর প্রতিনিধি : ঈদের খুশিতে স্বপ্নপুরিতে বেড়াতে এমে পুকুরে ডুবে নিহত হয়ে লাশ হয়ে বাড়ী ফিরল এইচ এসসি পরিক্ষাথী সাইদুর মুরসালিন।

নিহত সাইদুর মুরসালিন নিলফামারী জেলার জলঢাকা ঘুটাপাড়া গ্রামের ছাবের আলীর ছেলে। সে চলতি ২০১৪ সালে এইচএসসি পরিক্ষা দিয়েছছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শবর্তি নবাব গঞ্জ উপজেলা উত্তর বঙ্গের অতি পরিচিত বিনোদন কেন্দ্র স্বপ্নপুরিতে।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা জানায়, বুধবার দুপুরে স্বপ্নপুরির পুকুরে গোসল করতে নেমে সে আর উঠতে আসেনি। পরে ঐ দিন বিকেলে, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঐ পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।