
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন স্বাধীণতা যুদ্ধে শহীদ পুলিশদের অবদানের কথা জাতি আজীবন স্মরন করবে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনাদের প্রথম প্রতিরোধ যু্দ্ধ করেছিল পুলিশ বাহিনী। তাদের বুকের রক্ত দিয়ে স্বাধীণতার যুদ্ধে যে বীজ বপন হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি।
বুধবার দিনাজপুর জিমন্যাসিয়ামে জেলা পুলিশ দিনাজপুর আয়োজিত ব্যাটমিন্টন ফাউন্ডেশনের সহযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি ব্যাটমিন্টন টূর্নামেন্ট-২০১৪ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আমির আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজার রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও দিনাজপুর স্টেশন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন ফারুক রেজা। সভা পরিচালনা করেন দিনাজপুর ব্যাটমিন্টন ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ সালেকুজ্জামান সেলিম। উলেখ্য উক্ত টুর্ণামেন্টে মহিলা দলসহ ৪১টি স্থানীয় দল অংশগ্রহণ করে।