
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘স্বাধীনতার সময় এ দেশে একটি বিরোধী চক্র গুপ্ত হত্যা, ধর্ষণ লুণ্ঠন চালিয়েছে। পঁচাত্তরের পর একই চক্র হাতের রগ, পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে। আমাদের দেশে কোনো আইএস নেই। স্বাধীনতা বিরোধিতাকারীই ভিন্নরূপে এ নাম ব্যবহার করছে।
শুক্রবার দুপুর ১২ টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, পরে দেখা গেলে ৬৩ জেলায় এক সাথে বোমা মারল, বিচারককে হত্যা করল। তারপর জেএমবি, হুজি অনেক নাম ধারণ করে এরা নানাভাবে আত্মপ্রকাশ করেছে।’এরা সবাই এক। এখন নানাভাবে তারাই নিজেদেরকে আইএস দাবি করতে শুরু করেছে।’
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে ইতোমধ্যে সারা দেশের মানুষ কাজ করছে। মুসলিমের কপালে কালিমা লেপনকারী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে। সারা দেশে জঙ্গি প্রতিরোধ কমিটি, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। এসব থেকে এদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পাওয়া যায়।’
দেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে জঙ্গিবাদের কারণে যাদের ধরা হয়েছে তারা সকলেই এদেশের নাগরিক। বাইরে থেকে কেউ আসেনি। যদিও বিভিন্ন সময় বিদেশিরা এদেশে আইএস আছে বলে দাবি করে আসছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই।’
জঙ্গিবাদে বেহেস্ত নেই বরং জাহান্নামে যাওয়ার পথ এবং তাদের কোনো রাষ্ট্র বা সীমানা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দেশে কোনো জঙ্গিবাদের আস্তানা করতে দেব না। বিচ্ছিন্নতাবাদীদের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না।’
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি ও হাজি ইলিয়াছ বক্তব্য রাখেন। এ সময় বিজিবির মহাপরিচালক, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।