
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করছি, তিনি যেন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, তারা যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, ঠিক সেভাবেই যেন আমার স্বামীকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমার ছেলে-মেয়েরা যেন অস্থিরতা থেকে মুক্তি পায়।’
রবিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে নাগরিক সমাজের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার স্বামী এক সময় আইনজীবী ছিলেন, প্রশাসনে কর্মরত ছিলেন, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। সকলের কাছে আমার আবেদন-সবাই আমাকে সহযোগিতা করুন। আমার ছেলে-মেয়েরা যেন তার বাবাকে ফিরে পায়। আমি যেন আমার স্বামীকে ফিরে পাই।’
এ সময় নাগরিক সমাজের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।