শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য সম্মত খাদ্য উৎপাদনের কোন বিকল্প নাই-দিনাজপুর চেম্বারের সভাপতি

জিন্নাত হোসেন ॥ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের কোন বিকল্পন নেই। এতে মূল্যবোধ সম্পন্ন সতেজ ও স্বাস্থ্য সম্মত খাদ্য প্রাপ্তি ঘটবে। খাদ্য নিরাপত্তার কারনে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পাবে এবং ক্রয়ের জন্য খাদ্য বিপননের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে পুষ্টির সমৃদ্ধি ঘটবে এবং  অর্থনীতির চাকা হবে বেগবান।
গতকাল শহরের স্থানীয় একটি রেস্তোঁরায় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি আয়োজিত স্বাস্ত্য সম্মত পরিবেশে খাদ্য উৎপাদন শীর্ষক সেমিনার ও পবিত্র মাহে রমজান উপলে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর চেম্বারের সভাপতি মোঃ মোছাদ্দোক হুসেন এ কথা বলেন। দিনাজপুর বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওামীলীগের সভাপতি ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ, সহ-সভাপতি  মোঃ আইয়ুব আলী শেখ, দেলোয়ার হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী, কোষাধ্য মিজানুর রহমান ববি প্রমুখ। অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Spread the love