
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখা যায়না। অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে নইলে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যূত করা হবে। আন্দোলন মানে হরতাল অবরোধ নয়, আমরা আন্দোলনের মধ্যেই আছি। আন্দোলনের অংশ হিসেবে আমরা দেশব্যাপী জনসংযোগ করছি, সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি রবিবার বিকেলে স্থানীয় পৌরসভা টাউন হলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪২ দলের মধ্যে ৩০ টি রাজনৈতিক দলই গত ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ গ্রহণ করেনি। আওয়ামী লীগ সংবিধান লঙ্গন করে ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রতি চরম অশ্রদ্ধা জানিয়েছে। কাজেই এ সরকারের আমলে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের স্বার্থে এবং সংবিধান অক্ষুন্ন রাখতে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে শিগগিরই নির্বাচনের দাবি জানান তিনি।
সম্মেলনে সৈয়দপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার সভাপতিত্ব করেন। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন। বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ মো:আসাদুল হাবীব দুলু, সাবেক এমপি এজেএম রেজওয়ানুল হক, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর বিএনপি সভাপতি লুৎফর রহমান চৌধুরী, রংপুর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক মহিলা এমপি বিলকিছ ইসলাম, সাবেক এমপি ও সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মো:আমজাদ হোসেন সরকার প্রমূখ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ছাত্রলীগ সম্পর্কে যে কথা বলেছেন তার জন্য তিনি ধন্যবাদ জানান এবং বলেন সরকারের চরিত্র এতে প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে দলীয় করেছে এবং প্রশাসনের অবস্থাও তথৈবচ। এর আগে প্রধান অতিথি দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।