
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, রোজাদারকে পার্থিব জগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে।
বীরগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গত শনিবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়মীলীগের ঐতিহৃ, গৌরব ও সংগ্রামের ৬৭ বছর শীর্ষক আলোচনা সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। তিনি বলেন সরকার ধর্মীয় প্রতিষ্ঠান সমুহের উন্নয়নের মাধ্যমে ধর্মীয় উপাশনার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কাজ করছে। তিনি রোজাদাররে সৃষ্টি সাথে সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করতে সমবেত সকলকে ঐক্যবদ্ধ ভাবে মনোেিবশ করার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব হামিদুল ইসলাম, বীরগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল হক সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বর্তমান সভাপতি মাজেদুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ নুর ইসলাম, ও অন্যরা। দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী, সামাজিক, পেশজীবি ও সাংবাদিক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ নুর আলম।