
জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
দৈনিক যায়যায়দিনের গাইবান্ধার সাদুল্যাপুর সংবাদদাতা ও সাদুল্যাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মন্ডল পলাশ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক পলাশের স্বজনরা জানান, পলাশ মোটরসাইকেল নিয়ে সাদুল্যাপুর থেকে রংপুর যাচ্ছিলেন। পথে পারুল ইউনিয়ন পরিষদের সামনে পৌছিলে হঠাৎ একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে পলাশ ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তার বাম পায়ে আঘাত লাগে এবং বাম ঘাড়ের কলার বন (হাঁড়) ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক শেষে বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।
হাসপাতালের অর্থোপেডিক্র এন্ড ট্রমাটোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শরীফুল হক জানান, তার বাম ঘাড়ের একটি হাঁড় ভেঙ্গে গেছে। এছাড়া বাম পায়ের গোড়ালির উপর আঘাত লেগেছে। ভেঙ্গে যাওয়া হাঁড় জোড়া লাগার জন্য অটো টেপ ব্যন্ডেজ দেওয়া হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে হাঁড় জোড়া লাগবে বলেও জানান তিনি।