মোঃ জিয়াউর রহমান (জিয়া)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ২ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ১১ জন। আহতদের ২ জনকে ঠাকুরগাও সদর আধুনিক হাসপাতালে ও বাকি ৯ জনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সুত্রমতে, হরিপুর উপজেলার সিংহারি গ্রামের আজগর আলীর মেয়ে আরেফা (১২) মামার রিক্সায় চড়ে যাবার সময় বিকাল সাড়ে ৫টায় রিক্সার চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মারা যায়। এব্যাপারে হরিপুর থানার ইউডি মামলা নং ১৪। এছাড়া রাত ৯টার দিকে উপজেলার পাহাড়গা নামক স্থানে পাগলু গাড়িকে সাইড দিতে গিয়ে ময়ুরী-২ যাত্রীবাহি বাস ঢাকা মোট্রো জ ১১-০৪৭৩ উল্টে গিয়ে ৯ যাত্রী আহত হয়। তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। অপরদিকে বৃহস্পতিবার বিকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজর সামনে মহাসড়কে রংপুর চ ১১-০০৮৭ নাম্বারের মাইক্রোবাসটি বেপরোয়াভাবে চলার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে ৩ জন আহত হয়। এতে গুরম্নত্বর আহত অবস্থায় ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলার কেউটান গ্রামের বানুরাম রায়ের ছেলে চন্দন কুমার রায় (৫৫) মারা যায়। অপর দু’জন ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।