
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যপস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ শনিবার রাত ৮টার পর পরই রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। দেশের এই প্রবীণ সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক বাসস ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এদিকে তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সর্বস্তরের সাংবাদিকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে ভিড় জমান।
বাসসর প্রধান প্রতিবেদক মধুসূদন মন্ডল জানান, প্রেসক্লাব থেকে বাসার দিকে যাওয়ার সময় কাওরান বাজারে সোনারগাঁও হোটেল মোড়ে গাড়ি থেকে নামেন। এসময় একটি বাস এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এর পর পথচারিরা গুরুতর অবস্থায় অবস্থায় তাকে পান্থপথ রিংরোডের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর বর্তমানে তার মৃতদেহ বিএসএমএমইউর মরচুয়ারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।