বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি’র ছাত্রের মৃত্যুতে ভিসির শোক

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের (লেভেল ১, সিমেস্টার ১) মেধাবী ছাত্র বাহারুল ইসলাম বৃহস্পতিবার  টাঙ্গাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন হাবিপ্রবি পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সমত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দুর্ঘটনায় হাবিপ্রবি’র তিন শিক্ষার্থী আকাশ, শাকিল ও ছোটন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভাইস চ্যান্সেলর আহত তিন জনের খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।