মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফঃ ইজি বাইক উল্টে নিহত হয়েছে নীলফামারীর কোট ইনপেক্টর সোহেল আফজা (৫০)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাশিমপুর নামক স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহেল আফজা নীলফামারীর সৈয়দপুর থেকে ব্যাটারি চালিত অটোতে করে উক্ত হাশিমপুর এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়কের বাক নিতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে গুরতরব আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০শ শয্যা হাসপাতালে ও পরে সৈয়দপুর সেনা নিবাসের সিএমএইস স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরম্নল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ যে, সোহেল আফজা গত দেড় বছর ধরে নীলফামারী কোর্ট ইনপেক্টরের পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি নীলফামারী কিশেরীগঞ্জ ও সৈয়দপুর থানার ওসির দায়িত্ব পালন করেন। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরের চাঁদনগর ভাড়া বাসায় বসবাস করতেন। সংশ্লি সূত্রে জানায় তার মরদেহ গ্রামের বাড়ি রাজশাহী পাঠিয়ে দাফন সম্পন করা হবে।