রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় দিনাজপুরে বাসের হেলপার নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে বাসের এক হেলপার বাস থেকে পা পিছলে পড়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বটতলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম দিনাজপুর শহরতলীর রামনগর এলাকার রহিত উদ্দিনের ছেলে।

কোতয়ালী থানার এসআই নাজমুল জানান, বাসটি দিনাজপুর থেকে পার্বতীপুর যাচ্ছিল। এ সময় বটতলা নামক স্থানে পৌঁছানোর পর যাত্রী উঠাতে গিয়ে পা পিছলে বাস থেকে পড়ে যান শফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Spread the love