বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হরতালে জয়ের রাজশাহী সফর বাতিল

1461763_10152371236602516_416924141_nবাতিল করা হলো প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের রাজশাহী সফরের
কর্মসূচি।
আগামীকাল রোববার সাহেব বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য
রাখার কথা ছিল।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক বজলুর রহমান গতকাল শুক্রবার
সন্ধ্যায় জয়ের নির্বাচনী প্রচারণার কর্মসূচি বাতিলের খবরটি নিশ্চিত করেন।
এদিকে জয়ের আগমনকে ঘিরে প্রাণচঞ্চল হয়ে উঠেছিল রাজশাহীবাসী। ব্যাপক
প্রস্তুতিও নেওয়া হয়েছিল তার আগমনকে ঘিরে।

Spread the love