দিনাজপুর প্রতিনিধিঃ হরতালে নাশকতার আশংকায় রেলওয়ে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচলকারী ১৬ সেট ডেমু ট্রেনেরই গত সোমবার থেকে চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এরমধ্যে পশ্চিমাঞ্চলে দুইসেট এবং পূর্বাঞ্চলে ১৪ সেট রয়েছে।
রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট(সিওপিএস) মোশারফ হোসেন জানান-ডেমু ট্রেনগুলো নতুন ও দামী এবং যন্ত্রাংশ সহজলভ্য না হওয়ায় হরতালে নাশকতার আশংকায় গত সোমবার থেকে সারাদেশে ডেমু ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নতুন করে হরতাল বা অবরোধের কর্মসূচী না থাকলে আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি ডেমু ট্রেনগুলো যথারীতি চলাচল শুরু করবে।