বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৮ দলের ডাকা হরতাল উপেক্ষা করে মটরসাইকেল বহর নিয়ে দিনাজপুরের কাহারোলে পিকেটারদের হাতে লাঞ্চিত হয়েছেন সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা রেজা হোসেন।
কাহারোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোসত্মফা বাদশা জানান, হরতাল উপেক্ষা করে মটরসাইকেল বহর নিয়ে রেজা হোসেন গতকাল রবিবার বেলা ১১টার দিকে কাহারোল উপজেলা বাজারের কাছে ব্রীজে পৌছালে হরতালে সেখানে পিকেটিং-এ থাকা একদল যুবক তাকে লাঞ্চিত করে। পরে তিনি ক্ষমা চেয়ে পায়ে হেঁটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
রেজা হোসেন ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বিএনপি এমপি নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনেও অংশ নিয়ে ব্যাপক ব্যাবধানে পরাজিত হন। এর পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং বর্তমানে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত।