বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বীরগঞ্জে আ’লীগের মিছিল

47684.10.13বীরগঞ্জ (দিনাজপুর), ২৮ অক্টোবর, এবিনিউজ : সারাদেশে বিএনপি ও জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার ভেঙ্গে ফেলার প্রতিবাদে আজ সোমবার বিকালে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে¡ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. করিমুল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম, মো. রবিউল ইসলাম সাবুল, দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা অধ্যাপক তাজুল ইসলাম, মো. রাজিউর রহমান রাজু, মো. আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, যুগ্মসম্পাদক বনমালী রায়, মো. মোশারফ হোসেন, মাহামুদুল ইসলাম মুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম স্বপন, সাংবাদিক প্রভাষক শামীম আকতার সজীব, প্রদীপ কুমার, ছাত্রলীগের আহ্বায়ক মো. রোকনুজ্জামান বিপ্ল¬ব, য্গ্মুআহবায়ক মো. মুনকিরুজ্জামান মুন, মো. সাজেদুর রহমান অন্তু, মো. গোলাম রব্বাণী প্রমুখ বক্তব্য রাখেন।