শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

হরিপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে থানা পুলিশের উদ্যোগে রবিবার সকাল ১১টার সময় থানা চত্ত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  রফিকুল ইসলাম, নাজমা পারভীন, শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আফজাল হোসেন, ২নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ও উপজেলা জাতীয় পাটির সভাপতি আফতাব হোসেন রেজা প্রমূখ। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে স্বাগত বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান। শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ ওপেন হাউজ-ডেতে উপস্থিত ছিলেন।

Spread the love