সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে গৃহবধুর লাশ উদ্ধার-শাশুড়ী আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আফরোজা বেগম (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সন্দেহভাজন হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে তাঁর শাশুড়ীকে আটক করে পুলিশ।

আফরোজা বেগম উপজেলার মরাধার গ্রামের মানিক হোসেনের স্ত্রী। বুধবার সকালে উপজেলার মরাধার গ্রামের স্বামীর বাড়ি থেকে আফরোজা বেগমের লাশ উদ্ধার করে।

ওসি তদমত্ম সাইদুর রহমান বলেন হরিপুর উপজেলার মরাধার গ্রাম থেকে আফরোজা বেগম (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়না তদমত্ম রিপোর্ট এলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্ত্ততি চলছিল।

তবে নিহতের ভাই সোহেল রানা অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বামীসহ তাঁর শশুর বাড়ির লোকজন আফরোজা বেগমকে শ্বাসরুদ্ধ করে।