
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাময়িক বরখাসত্ম করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বৃহস্প্রতিবার বিকালে রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ কপি উপজেলা প্রাথমিক কার্যালয়ে পৌছায়। বিকাল সাড়ে ৫টায় প্রধান শিক্ষক গোলাম রহমানের নিকট বরখাস্তের আদেশ কপিটি পৌছে দেওয়া হয়।
উলে্লেখ, গত সোমবার রাত্রে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁর অফিস কক্ষ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছিল। এরই প্রতিবাদে বুধবার সকালে প্রধান শিক্ষক গোলাম রহমানের দ্রুত অপসারণ চেয়ে ছাত্র-ছাত্রী ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে।