কবিরুল ইসলাম কবির,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীঁমান্তের ৩৭১ নং পিলার এলাকায় দিয়ে সীঁমান্ত পার হওয়ার সময় বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মানিক পাল (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত হয়েছে।
সকাল ১০টার দিকে মলানী ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগর নদী থেকে মানিক পালের ভাসমান লাশ উদ্ধার করেছে ।
মানিক পাল রানীশংকৈল উপজেলার চেংমারী গ্রামের বিস্টু পালের ছেলে। দুপুরে মলানী ক্যাম্পের বিজিবি সদস্যরা মানিক পালের লাশ হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, এক বছর আগে রানীশংকৈল উপজেলার চেংমারী গ্রামের বিস্টু পালের ছেলে মানিক পালসহ একই গ্রামের আরো দুই জন ভারতের পাঞ্জাব প্রদেশে শ্রমিকের কাজ করতে যায়। কাজ শেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মলানী সীঁমান্তের ৩৭১ নং পিলার এলাকায় দিয়ে সীমান্তের তাঁরকাটা পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে তাঁরা সবাই নাগর নদীতে ঝাঁপ দেয়। দুই জন পালিয়ে আসতে সক্ষম হলেও মানিক পাল হারিয়ে যায়। সকাল ১০টার দিকে জেলেরা ভাসমান লাশ দেখতে পেয়ে মলানী ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে দুপুরে থানা পুলিশের নিকট লাশ হস্তান্তর করেন।
মলানী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শ্রী উমেস চন্দ্র সিংহ্ ঘটনার সত্যতা স্বীকার করেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান বলেন, মানিক পাল নামে এক যুবকের লাশ বিজিবি সদস্যরা থানায় হস্তান্তর করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।