গত বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পরিষধ হল রুমে কালিগঞ্জ বাজার বণিক সমিতি এবং সার্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প) এর উদ্যোগে ও ক্যাটালিস্ট এবং হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের সহযোগীতায় ব্যবসায়ী-কৃষক সমিতি নেওয়ার্ক মডেলের কার্যক্রম ও কর্মকৌশল বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও ভাইস য়োরম্যান রফিকুল ইসলাম ও নাজমা পারভিন। আরো উপস্থিত ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের পরিচালক (ঠাকুরগাঁও) সুধাংসু চন্দ্র চন্দ ও হরিপুর উপজেলা ফ্যাসিলেটিটর আমিনুল ইসলাম। সভা শেষে ৩ বছর মেয়াদের জন্য কালিগঞ্জ বাজার বণিক সমিতির সঙ্গে সার্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প), ক্যাটালিস্ট এবং হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের চুক্তি স্বাক্ষরিত হয়।